This is logo
বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ
Bandarban Collectorate School & College
EIIN : 134609

নোটিশ:

  • শেখ রাসেল দিবস - ২০২২ উপলক্ষে জেলার মুক্তমঞ্চ মিলনায়তনে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ২৫ অক্টোবর, ২০২২ মঙ্গলবার বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সকল প্রকার শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় সৌর বিদ্যুতের সম্ভাবনা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম স্থান অর্জন। বার্ষিক পরীক্ষা ২০২২ এর সকল শ্রেণির ফলাফল প্রকাশ। ২২/১২/২০২২ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কর্তৃক বই উৎসব ২০২৩ উদযাপন যথাযথ মর্যাদায় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ১৪/০৫/২০২৩ রোজ রবিবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৫/০৫/২০২৩ রোজ সোমবার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আবেদনের সময়সীমা: ২৯ নভেম্বর ২০২৩৷ লটারি / ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর ২০২৩ ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর'২৩ এর পরিবর্তে ০২ ডিসেম্বর'২৩ শনিবার সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে। বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল। বি: দ্র: উত্তীর্ণ শিক্ষার্থীদের ০৩ থেকে ০৬ ডিসেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সভাপতির বাণী


আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নের ব্রতে শামিল হতে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সবাইকে স্বাগতম। বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত একটি আদর্শ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বান্দরবান শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে নার্সারী থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে । এখানে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ৩টি শাখাতেই শিক্ষা কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটিতে এক ঝাঁক দক্ষ, আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রতিনিয়ত পাঠদান করছেন। পাঠদান হয় সম্পূর্ণ ডিজিটাল ও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিতে। প্রতিষ্ঠানে রয়েছে অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ছাত্রদের জন্য রয়েছে উন্নত মানের হোস্টেল সুবিধা। প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ক্লাব, বিজ্ঞান প্রজেক্ট, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সংগীত, নৃত্য, চারু ও কারু কলা ইত্যাদি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিতে উৎসাহিত করা হয়। বিজ্ঞানসম্মত ও মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে আগামীদিনের দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার জন্য জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও সুধীবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হবে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে শেখা, প্রতিযোগিতায় টিকে থাকা এবং কর্মক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করা।

সবাইকে ধন্যবাদ
শাহ্ মোজাহিদ উদ্দিন
জেলাপ্রশাসক

সভাপতি
বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ
বান্দরবান পার্বত্য জেলা।

Scroll to Top Scroll to Bottom
Copyright © 2022